- Song Title - UPOKULBASHI JODDHA | উপকূলবাসী যোদ্ধা
- Artist - Munaem Billah
- Lyrics- Bilal Hossain Nuri
- Tune - Mahfuz Billah Shahi
- Director - H Al Haadi
- Record - Fun Da Mental Records
- Music Composer - Parvez Juwel
- label - SA RE GA MA ACADEMY
- Production: backscreen Films
- Special Thanks: Mrs. Munaem Billah
UPOKULBASHI JODDHA Lyrics in Bangla উপকূলবাসী যোদ্ধা
বারবার ঝড়ে বাঁধ ভেঙে যায়
ইস্পাত দৃঢ় কাঁধ ভেঙে যায়।
জীবনের কত সাধ ভেঙে যায়—
তবুও তোমরা একলাই লড়ো,
উপকূলবাসী যোদ্ধা—
তোমাদের প্রতি অথই সালাম,
তোমাদের প্রতি শ্রদ্ধা।।
লোনাপানি আর কাদামাটিতেই
সাহসের বীজ বুনেছ
বাতাসের সাথে যদিও তুমুল
কান্নার ধ্বনি শুনেছ!
স্বপ্নের দিন গুনেছ!
পুরনো পাতার ছাদ ভেঙে যায়;
তবুও তোমরা রূপকথা গড়ো,
উপকূলবাসী যোদ্ধা—
তোমাদের প্রতি অথই সালাম,
তোমাদের প্রতি শ্রদ্ধা।।
দেশ-বিদেশের শত ভালবাসা
তোমাদের হাতে যায় না—
পথে পথে সব পথ-হারা হয়,
উপকূল খুঁজে পায় না!
ইতিহাসে নেই কোনো দুর্যোগে
কখনো কোথাও থেমেছ
বাদলের স্রোতে ভিজেছ বরং
রৌদ্রের তাপে ঘেমেছ!
নিজেরাই কাজে নেমেছ!
ঈদের কোমল চাঁদ ভেঙে যায়;
তবুও তোমরা শুকরিয়া পড়ো,
উপকূলবাসী যোদ্ধা—
তোমাদের প্রতি অথই সালাম,
তোমাদের প্রতি শ্রদ্ধা।।