Read Also: Ekdin Pranpakhi Ta Ural Dibe Qari Abu Rayhan হৃদয় ছোঁয়া মরমি গজল
তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল লিরিক্স
তুমি যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল ।
তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল ।
তুমি যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল ।
যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব,
ওগো পুষ্পতুমি ছড়িয়ে দিলে মনমাতা সৌরভ । ২
তুমি আমার নবী, প্রানের রবি, প্রানের আওয়াজ বুল ।
তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল ।
তুমি যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল ।
তুমি আনলে পাহাড়, সূর্যনাহাড় বাসন্তিসাজে,
তুমি সভ্যতারি জ্বাললে আলো ধরনী মাঝে । ২
তুমি প্রেমের নবী, ধ্যানের ছবি, সবার প্রেমাকুল ।
তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল ।
তুমি যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল ।
তুমি শ্রেষ্ঠনবী ফুল সুরভী প্রভুর প্রেমাষ্কল । ২
পড়ে জীন পরীও দুরূদ তোমার প্রিয় মোহাম্মদ ।২
তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতে রাসূল
তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল ।
তুমি যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল ।
তুমি পথভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত
আর দিনের তরে অকাতরে সয়েছো আঘাত ।২
তোমায় কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল ।
তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল ।
তুমি যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল ।২
তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল ।
তুমি যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল ।