Maa Amar Sikkhika Gojol Lyrics মা আমার শিক্ষিকা. মাগো আল্লাহ তোমায় দিলো আমাকে This beautiful islamic song is sung by Humaira Afrin Era. Ma Amar Sikkhika lyrics are written by Naeem al-Hafiz. humaira afrin era gojol, mayer gojol, mayer gojol, mayer notun gojol



  • Song: Maa Amar Sikkhika
  • Singer: Humaira Afrin Era
  • Lyric: Naeem al-Hafiz
  • Tune: S M Moinul Islam 
  • Cast: Khadiza Akter Juthy & Era
  • Record Label: Studio Vocal

Maa Amar Sikkhika Lyrics মা আমার শিক্ষিকা

তুমি না থাকলে এতটা আপন
বন্ধু কোথায় পেতাম? 
অবহেলা আর অনাদর পেয়ে
অমানুষ হয়ে যেতাম।
তুমি না থাকলে আদর পেতে
ডাকতাম আমি কাকে?
মাগো আল্লাহ তোমায় দিলো আমাকে (ঐ)

শিখালে তুমি আলিফ বা তা
চিনালে ধর্ম জাতি, 
সকালে তুমি মাদ্রাসা মাগো
বিকেলে খেলার সাথী।।
তুমি না হলে আমার জীবন
আঁধারেই যেতো থেকে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে

বুঝালে তুমি অ আ ই
বাংলা ভাষার শান,
কখনো তুমি বাহান্ন মাগো
একাত্তরের গান।।
তুমি না বললে যুদ্ধের কথা
জানতাম কোথা হতে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে 

জানালে তুমি এ বি সি
সকল দেশের ভাষা,
তুমিই আমার বিশ্ব মাগো 
সমুখে যাবার আশা।।
তুমি না চিনালে কেমন করে
যেতাম বিশ্ব বুকে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে 

শুনালে তুমি কোরানের বাণী
হাদিসের কতো কথা,
তুমি যে আমার শিক্ষিকা মাগো 
তুমি যে কলম খাতা।। 
তুমি না শিখালে আমার ঈমান
পড়তো প্রশ্ন মুখে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে 

দেখালে তুমি সত্যের পথ
কহিলে মিথ্যা ক্ষতি, 
তুমি আমার বড় পীর মাগো 
আঁধারে আলোর বাতি।।
তুমি না থাকলে কষ্টই হতো
আল্লার পথ পেতে (ঐ)
মাগো আল্লাহ তোমায় দিল আমাকে