Read Also: Maa Amar Sikkhika Gojol by Humaira Afrin Era মা আমার শিক্ষিকা - মাগো আল্লাহ তোমায় দিলো আমাকে
- Song: JOTODUR JAY AMAR DRISTI
- Singer: Humaira Afrin Era
- Lyric: Khadija Akhter Rezayee
- Tune: Moshiur Rahman
- Audio & Video: Studio Vocal
- Producer: Abdul Awal
JOTODUR JAY AMAR DRISTI LYRICS
যতদূর যায় আমার দৃষ্টি
ততোই দেখেছি তার সৃষ্টি
এর যেন নেই শেষ,শেষ নেই
ভাবতে পারিনা এযে কিছুতেই
যতদূর যায় আমার দৃষ্টি।।
ভাষা নেই প্রকাশের
এতো বড় আকাশের
একটিও নেই তার খুঁটি
গহীন সাগর তলে
লাখো লাখো প্রাণী মেলে
সবার জন্যে আছে জুটি
সবারই খাবার আছে
কিছু তার টক,ঝাল,কিছু মিষ্টি।।
হাঁসগুলো ঝাঁকে ঝাঁকে
খালে বিলে ভেসে থাকে
সন্ধ্যায় ফেরে ঠিকানায়
গভীর বনেও পোকা
রয়না কখনো ভুখা
তারই বা আহার কে জোগায়
ভাবনা ওদের নেই
হোক রোদ,হোক ঝড়,হোক বৃষ্টি।।
সকাল সাঁঝের পাখি
করেনাতো ডাকাডাকি
জপে তারা আল্লাহর নাম
আমি কেন তাকে ছাড়ি
করি শুধু বাড়াবাড়ি
অন্যায় পথে অবিরাম
অথচ আমার নাম
সবার উপড়ে, আমি সেরা সৃষ্টি।।