Hasbi Rabbi Jallallah Gojol Lyrics হাসবি রাব্বি জাল্লাল্লাহ. This beautiful bangla islamic song is sung by Munaem Billah. Hasbi Rabbi Jallallah Lyrics are written by Alfaz Hossen. Munaem billah islamic song, Hasbi rabbi jallallah song, Masbi rabbi jallallah, Bangla gojol




  • Song Title : Hasbi Rabbi
  • Artist : Munaem Billah
  • Lyric & Tune: Alfaz Hossen
  • Sound Design: Tanzim Reza
  • Direction: H AL Haadi
  • Production: Backscreen Films 
  • special thanks 
  • shumashushi restaurant

Hasbi Rabbi Jallallah Lyrics

হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি ক্বল্বি গায়রুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মা’বুদা ইল্লাল্লাহ।

আকাশে চাঁদ তারা
অপরূপ এই ধরা
সবি তোমার দান
সাগর নদী যত
চলছে অবিরত
জানি তুমি মহীয়ান

হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি ক্বল্বি গায়রুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মা’বুদা ইল্লাল্লাহ।

মনের মাঝে সকল কাজে
তোমার যিকির শুধু বাজে
আমার জীবন সারাটিক্ষণ
তোমার প্রেমে শুধু সাজে।

হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি ক্বল্বি গায়রুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মা’বুদা ইল্লাল্লাহ।

রহম করো ধন্য করো
তোমার প্রিয় বান্দা করো
দাও খোদা দাও মাফ করে দাও
মনের শান্তি দান করো।

হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মাফি ক্বল্বি গায়রুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মা’বুদা ইল্লাল্লাহ।