Abbu Tomar Chuti Kobe Gojol Lyrics Kalarab Gojol (শিশুশিল্পীর নতুন গজল). This beautiful bangla islamic song is sung by Rifat Rahman. Lyrics are written by Rubel Mahmud. Kalarab gojol, Bangla notun gojol, Bangla gojol, Bangla Islamic song



  • Song: Abbu Tomar Chuti Kobe 
  • Singer: Rifat Rahman
  • Lyric: Rubel Mahmud 
  • Tune: Sayed Ahmad
  • Artist: Sabbir Ahmad
  • Record Label: Holy Tune Studio

Abbu Tomar Chuti Kobe Lyrics

আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি
আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি । ২
বাসায় পড়ি কুচিং করি ইস্কুলেতেও পড়া
এত পড়ি তবুও শাসন আম্মু ভিশন কড়া । ২

কষ্ট বুকে কান্না চোখে অশ্রু সারি সারি ।
আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি ।
আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি
আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি ।

খুব চেচিয়ে আম্মু ডাকে নিত্য সকাল বেলা ।
ঘুমে আমার চোখ খোলে না স্বপ্ন করে খেলা । ২
ভাল্লাগেনা মায়ের শাসন মন টিকে না ঘরে
আমার দেখা স্বপ্ন গুলো যাচ্ছে বাবা ঝড়ে । ২

মন বুঝেনা আম্মু আমার কষ্টতে বুক ভাড়ি ।
আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি ।
আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি
আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি । ২