Namaz Ke Bolo Na Kaj Ache Lyrics Bangla Gojol (নামাজ কে বলনা কাজ আছে) This is the beautiful and popular bangla gojol about of namaj. This song Namaz ke bolona kaj ache kaj ke bolo amar namaz ache lyrics are written by Shahidul islam. This gojol song is sung by Jahidullah jami from the Ettihad YouTube channel


Credit:

 Song: Namaj
 Singer: Jahidullah jami
 Lyric & Tune: Shahidul islam
 Record Label: heaven tune studio live
 Direction By Shahid emtu

Namaz Ke Bolo Na Kaj Ache (নামাজ কে বলনা কাজ আছে) Bangla Gojol Lyrics

নামাজকে বলো না কাজ আছে…
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে

ফজর কাটে ঘুমের ঘরে
জোহর কাজে কাজে,
আসর কাটে খেলায় ধুলায়
মাগরীব মাঝে মাঝে।- ২বার
ঈশার সময় হয়ে এলে
থাকো মিছে দুনিয়ার পিছে।

নামাজকে বলো না কাজ আছে…
কাজকে বলো আমার নামাজ আছে- ২বার
নামাজ বহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।

প্রভুর হুকুম মানোরে ভাই
থাকো তুমি যেথায়
সময় গেলে পাবেনা ফিরে
মরন তোমায় লইবে ঘিরে- ২বার
জেনে রেখো মরন তোমার
অতি কাছে।

নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে
নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে।
নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে।