Funny Short Story Bangla বাংলা মজার ছোটো গল্প |
Anyone: ভাইয়া, আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না
Me: কাজে ব্যস্ত থাকে মনে হয়
Anyone: না ভাইয়া, ও ইচ্ছা করেই আমাকে অবহেলা করে
Me: তাকে বুঝায়ে বলো যেন সময় দেয়
Anyone: বুঝায়ে পারি না ভাইয়া ... তাছাড়া আমাকে বকা দেয় ... প্যারা দেয় ... আমি ওর সাথে একদম ভালো নাই
Me: একটু সময় নিয়ে দেখো চেঞ্জ হয় কিনা
Anyone: অনেক সময় দিছি, আমি আর পারতেছি না ভাইয়া
Me: তাইলে আর কি করা, ব্রেকাপ করো
Anyone: না ভাইয়া, ব্রেকাপ করা তো সম্ভব না
Me: তাইলে আবার একটু বুঝায়ে বলো ওকে
Anyone: অনেক বুঝাইসি, কাজ হয় না, আমি বিরক্ত
Me: তাইলে এগুলা কম্প্রোমাইজ করে সহ্য করে চলো
Anyone: না ভাইয়া, আর সহ্য হয় না আমার
Me: তাইলে ব্রেকাপ করো
Anyone: না ভাইয়া, ওকে ছাড়া আমি থাকতে পারবো না... বলেন না, আমি কি করবো?
Me: শুনো, আমি বলি কি করবা
Anyone: বলেন ভাইয়া
Me: প্রথমে সাবান দিয়ে ভালোমত হাত ধুবা ... এরপর শেলফে খুঁজে দেখবা, মুড়ির ডিব্বা আছে ... ডিব্বা খুলে হাতে এক মুঠ করে মুড়ি নিবা আর চাবাবা ... মুড়ি নিবা আর চাবাবা ... মুড়ি শেষ হয়ে গেলে চালডাল ডট কম বা মীনা বাজার থেকে অর্ডার দিয়ে আবার আনাবা, আবার চাবাবা ... এটা বাদে আর কিছু করার নাই ... যত্তসব
~ Mushfiqur Ashiq