Song Credits
Song : Siamer DekhaSinger : Rifat Rahman & Sifat Rahman
Lyric : Hussain Al Hafiz
Tune : Ahmod Abdullah
Music Director : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Video : Mahdi Hasan
Record Label: Holy Tune Studio
Siyamer Dekha Lyrics (সিয়ামের দেখা) Rifat Rahman & Sifat Rahman
ছোট্ট ছেলে দুর আকাশে তাকিয়ে একা একাবার্তা সে পায় রহমতের পায় সিয়ামের দেখা
বার্তা সে পায় রহমতের পায় সিয়ামের দেখা
নুরের বেসে চাদ উঠেছে চাদ উঠেছে বেকে
মাগফিরাতের বইছে দারা তাদের হৃদয় থেকে
রোজ সকালে আম্মু কে তাই প্রস্ন করে মাগো
সেহরি হলে আমায় কেন জাগতে বল নাকো
আব্বু আমায় সেহরি হলে ডেকে দিও রাতে
শুনেছি তো রাখলেে রোজা যাবো গো জান্নাাাতে
শুনেছি তো রাখলেে রোজা যাবো গো জান্নাাাতে
মিনার হতে মুয়াজ্জিন বলছে যখন জাগ
আমাাায় কেন দাওনি ডেকে
সেহরি হলে মাগো
ভুর সকালে রোজ ছেলেটি
সবাার আগে উঠে
পড়তে সুরা কুরআন
মাযিদ মক্তব এতে ছুটে
আল কুুুরান এর বিধান রোজা তুমরা তো ঠিক রাখ
আল কুুুরান এর বিধান রোজা তুমরা তো ঠিক রাখ
আজকে আমায় জাগাব কি
সেহরি হলে মাগো
সেহরি হলে আমায় কেন জাগতে বলো নাগো
সেহরি হলে আমায় কেন জাগতে বলো নাগো
Siyamer Dekha Lyrics (সিয়ামের দেখা) Rifat Rahman & Sifat Rahman
Chotto chele dur akasheTakiye eka eka
Barta se pay rohmoter
Paay siyamer dekha
Nurer beshe chad oteche
Cad othese beke
Mag firater boice dara
Tader hridoy theke
Seyri hole amay Keno
Jagte bolo nako
Abbu amay seheri hole
Deke dio ratee
Suneci rakle roja jabo jannate