O Allah Lyrics By Hassan Arib (ও আল্লাহ) New Islamic Song. This beautiful Islamic song is sung by Hassan Arib. Lyrics are written by Atikul Islam  Record Level & Video Production: Tune Hut


Credits:

Song: O Allah
Singer: Hassan Arib
Lyric: Atikul Islam
Tune: Tahmida Tasnia
Direction: Humaun Kabier Shabib
Mix Master & Sound Produce: Ishrak Hussain
DOP & Edit : Skm Jahid
Management: Saim Al Hasan
Record Level & Video Production: Tune Hut

O Allah Lyrics in Bangla (ও আল্লাহ)


মনেরই ভাঁজে ভাঁজে সকাল দুপুর সাঝে
প্রভু তোমার নাম লিখে যাই।
হৃদয়ের আঙ্গিনায় ভাবনার আল্পনায়
প্রভু তোমার রঙ মেখে যাই।
তুমি ছাড়া দিশেহারা এই প্রাণ বাঁচে না,
তুমি হীনা,হৃদয় বীণায় আর সুর বাজে না।
 ও আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ, --

সিজদায় করে মাথা নত,
তোমারই নাম জপি কতশত,
ঝরিয়ে দু’চোখের জল,
পেতে তোমার দিদার।
রহমও ছায়ায় প্রেমও মায়ায়
ঢেকে দাও অন্তর।
ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ

যে দিকে দু’চোখ যায় তাকাই
তোমার নিয়ামত শুধু যে পাই,
আধোছায়া আধো আলো,
সব লাগে ভালো।
সাঝের বেলা, হই উতলা,
 ভেবে তোমার কথা--
ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ...