Ami Rakhbo Roza Gojol Lyrics (আমি রাখবো রোজা) রমজানের নতুন গজল. This is the beautiful Islamic song for Ramadan this song is sung by Gazi Shabab Bin Anas আমি রাখবো রোজা মাগো ডেকে নিও ফজর হওয়ার আগে Lyrics are written by Jubayer Bokhtier. Production: Heaven Tune Studio Live


Credits:

Singer: Gazi Shabab Bin Anas
Lyric& Tune : Jubayer Bokhtier
Production: Heaven Tune Studio Live

Ami Rakhbo Roza Lyrics In Bangla (আমি রাখবো রোজা) Gazi Shabab Bin Anas, Bangla Gojol


আমি রাখবো রোজা
মাগো ডেকে নিও
ফজর হওয়ার আগে।।
আমি হবো প্রিয়
খোদার কাছে
হবো ফুল বেহেস্তী বাগ।।

মাগো করবো সেহেরী তোমার সাথে
করতে সিয়াম সাধনা
আমি ছোট বলে কষ্ট হবে
এসব নিয়ে ভেবোনা।।
আমি হবো শ্রীয় মুমিন বলে
মনে এই বাসনা জাগে।।

মাগো করবে তেলাওয়াত কোরান তুমি
তোমার পাশে বসে শুনবো আমি
এক এ সত্তর পাবো আমল নামায়
খোদার কাছে হবো দামি।।
ইফতারীতে তারাবীতে
হবো খোদার প্রেমে অনুরাগী।।

Related