Allah Kafi Lyrics (দারুণ সুরের গজল) Kalarab Shilpigosthi - Bangla Islamic Song
Allah Kafi lyrics in Bangla, This Islamic song is sung by Mahbubur Rahman, This song is created by Kalarab Shilpigosthi, This is the heart touching Islamic song, Lyric & Tune: Ahmod Abdullah, Record Label: Holy Tune StudioCredit:
Song: Allah KafiLyric & Tune: Ahmod Abdullah
Singer: Mahbubur Rahman
Record Label: Holy Tune Studio
Allah Kafi Lyrics in bangla
কেউ ভালো না বাসলে তাতে - যাই আসে না কিছু,কেউ ভালো না বাসলে তাতে - যাই আসে না কিছু,
লক্ষ বিপদ কি মুসিবত নিক না যতই পিছু
হর হালতে, খোদার পথে
হর হালতে, খোদার পথে
ইস্তিকামাত যদি থাকি
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
তাকেই পেলে এক জীবনে
তাকেই পেলে এক জীবনে
আর কি থাকে বাকি
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
ধার ধারিনা তার যে ওজন
স্বার্থ দেখে কাছে ডাকে
অহংকারীর করিনা তোয়াজ
অহংকারীর করিনা তোয়াজ
যাই বলুক না নিন্দুকে
স্বার্থহীন তো মালিক আমার; সব ক্ষমতার তিনিই আধার
স্বার্থহীন তো মালিক আমার; সব ক্ষমতার তিনিই আধার
অন্য সবই ফাকি
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
তাকেই পেলে একজীবনে
তাকেই পেলে একজীবনে
আর কি থাকে বাকি -
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
কেউ উপহাস তুচ্ছ ভাবে
হাজার করে অবহেলা,
কেউ অকারন করুক অপমান; কেউ অকারন করুক অপমান
বাদ সাধুক কেউ পথ চলা ।
সব ভরসা খোদা তা'লায়,
মান অপমান তার ইশারায়,
তাকেই শুধু ডাকি ...
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
তাকেই পেলে একজীবনে; তাকেই পেলে একজীবনে
আর কি থাকে বাকি -
আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---
আল্লাহ কাফি--- --- আল্লাহ কাফি---