Are you searching new stories like Heart Touching Love Story True Love Story Bangla golpo romantic golpo love story valobasar golpo love at first sight school love story love you forever college love story high school love story sad love story short love story romantic love story romantic story cute love story true love story i will love you forever new love story Bangla story silent love valobashar golpo real love story love story quotes Bengali golpo, bangla romantic love story, heart touching love story, 
I hope you like our all types of stories, if you like our collections stay connected with us.

Bangla Sad Story (ভুলের মাশুল-শেষ পর্ব-আয়েশা) Vuler Mashul

ভুলের মাশুল
শেষ পর্ব
লিখা-আয়েশা


__আমি এই বিয়ে করতে পারবো না,এত বাজে একটা মেয়েকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না।গরীব বলে এই লোকটি আমাকে তার মেয়ে কে বিয়ে করার জন্য বাধ্য করেছে
__হায় হায় এসব কি বলছো কখন আমি তোমাকে বাধ্য করলাম,

এত বড় মিথ্যে কথা বলতে পারলে
__জী অবশ্যই,
বাধ্য করেছেন আপনার ঐ চরিত্রহীন মেয়ে কে বিয়ে করার জন্য
__আমি তোমার মতামত নিয়েই তো বিয়ে ঠিক করেছি,এখন এসব বলার মানে কি
__আপনি যাই বলুন আমি পারবো না এই বিয়ে করতে
__না না এরকম কথা বলো না এখন আমার মেয়ের কি হবে বলো তো,প্লিজ তুমি আর অমত করো না
__সেদিন এইভাবেই আপনার পা ধরেছিল আমার বাবা কিন্তু আপনি শোনেন নি,দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন
__কি বলছো আমি তো আজ তোমার বাবাকে দেখলাম
__হা হা হা হা হা ওরা তো আমার নকল বাবা মা
__কি কি বলছো নকল মানে
__জী নকল বাবা মা কারন আমার বাবা সেদিনই আপনার কাছ থেকে যাওয়ার পর মারা গেছে,শুধুমাত্র আপনার জন্য তিনটি জীবন শেষ হয়ে গেছে,আপনার অহংকার এর জন্য,সেদিন আপনার পা মাটিতে পড়ত না।
__আচ্ছা তুমি কে বলো তো?
__আমি ইভার ভাই

রুহি বললো আচ্ছা এসব কি হচ্ছে কি শুনছি।কে এই ইভা।কোন তিনটি জীবন শেষ হয়েছে আমার বাবার জন্য।প্লিজ বলুন আমাকে

শুনবেন সেই মর্মান্তিক কাহিনী,
আপনি যেই ভুল করেছেন সেই ভুল আমার বোন ইভা ও করেছিল।আপনার একটা ফুফাতো ভাই থাকতো আপনাদের বাসায়,
নাম সিয়াম।ঐ ছেলেটি একবার আমাদের গ্রামে বেড়াতে গিয়েছিল আপনাদেরই কোন আত্মীয়েরবাড়িতে।সিয়ামের মা মারা যাওয়ার পর ওর বাবা আরেকটা বিয়ে করায় আপনার বাবা ওকে আপনাদের বাসায় নিয়ে আসে।তো বেড়াতে গিয়ে ইভার সাথে পরিচয় হয়।কথা হয় একসময় তা প্রেমে রুপ নেই।এদিকে আমরা এসব কিছুই জানি না
ইভার বিয়ে ঠিক করি।কিন্তু সিয়াম আমার বাবাকে বলে ওদের সম্পর্কের কথা।বাবা এসে ইভাকে অনেক বকাঝকা করে।তারপর একটা সময় সবকিছু মেনে নিয়ে সিয়ামের সাথে আপনাদের বাসায় আসে আপনার বাবার সাথে কথা বলতে।আপনার বাবা অনেক অপমান করলো।সিয়াম কে অনেক মারধর করল।সিয়াম কিছুই বললো না কারন এই মামা তাকে ছোট থেকে বড় করেছে।নীরবে বসে বসে চোখের পানি ফেলছিল।

বাবা বাড়িতে এসে মা কে,ইভাকে অনেক বকা দিল বললো যেখানে বিয়ে ঠিক হয়েছে ঠিক সেখানেই হবে।সবাই রাতে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়লাম।সকালে ঘুম থেকে উঠে দেখি ইভা দরজা খুলছেনা।অনেক সময় ধাক্কা দেয়ার পর দরজা ভেঙে ফেললাম।ভেঙে দেখি আমার আদরের বোন গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলছে।বাবা দেখে ওখানেই হার্ট অ্যাটাক করে মরে যায়
ইভার রুমে একটা চিঠি পাই
প্রিয়
ভাইয়া
চিঠিটা যখন পড়বি তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না।তোরা আমার বিয়ে সিয়ামের সাথে দিতে পারবি না।আর আমি কিভাবে অন্য কারোর সংসার করবো বল আমি যে ওর সন্তানের মা হতে যাচ্ছিলাম।সিয়াম আমাকে কথা দিয়েছিল যে করেই হোক আমাকে বিয়ে করবে।তবে আমি যে মা হচ্ছি এটা ও জানে না।জানলেই কি করবে ওর মামার উপরে কথা বলার সাহস নেই।থাকলে বাবার সাথে চলে আসতো।তাই আমি আমার সন্তান কে মারতেও পারব না আর অন্য কারোর ঘর ও করতে পারবো না,এর থেকে নিজেকেই শেষ করে দিলাম।ভালো থাকুক সিয়াম ওর মামার পছন্দ করা মেয়ে কে বিয়ে করে সুখী হোক।
ইতি
এক অপরাধী বোন
চিঠিটি পড়ে আমি আর ঠিক থাকতে পারলাম না একসাথে দুইটা কবর খুদতে হলো।কেন এমন করলো বোনটি আমার আমি হাতে পায়ে ধরে না হয় সিয়ামও তার মামাকে রাজি করাতাম।ওদের মৃত্যুর কিছুদিন পর এখানে আসলাম,এসে জানতে পারলাম
ইভা বেঁচে নেই একথা জানতে পেরে
অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সিয়াম আর পৃথিবীতে নেই।শুধুমাত্র আপনার বাবার অহংকার এর কারনে সব শেষ হয়ে গেল।আপনাকে দেখার পর সিদ্ধান্ত নিলাম সেদিন থেকে জিদ করলাম।ড্রাইভিং শিখলাম।দোয়া করতে করতে আপনাদের এখানে চাকরি হয়ে গেল।এরপর ছয় বছরের প্রতিক্ষা সফল হলো।আমি আপনাকে সব সময় ফলো করতাম।আমি না পারলে আমার লোকেরা করতো।ব্যস ঐ দিন বৃষ্টিতে ভিজে আপনারা ঐ বাড়িতে গেলেন।আর আমিও সফল হলাম
__ছি ছি ছি ছি ছি আপনি এত খারাপ
__হা খারাপ হতে হয়,আর খারাপ দেখেই ভিডিও টি শুধুমাত্র দুই দিন রেখে ডিলিট করে দিছি।আমি চেয়েছিলাম রুহিও যাতে আত্মহত্যা করে।কিন্তু সে করলো না।তাই ওর প্রেমিক রোহানকে এত দিন আটকে রেখে বিয়ে টা ফাইনাল করেছি,কিন্তু হঠাৎ আমার বোনের মুখটি ভেসে আসল তাই আর বিয়ে টা করলাম না আমি চাইলে আপনাকে বিয়ে করে আরো বেশি শাস্তি দিতে পারতাম কিন্তু করিনি।সেই ভিডিও থেকে শুরু করে আপনার বাবা যা সহ্য করেছে আর যা অপমানিত হয়েছে এতেই আমার প্রতিশোধ নেয়া হয়ে গেছে।
__অন্যায় করে এখন আবার সাফাই করা হচ্ছে
__না মা তবুও বলব ছেলেটি ততটা খারাপ করে নি আমি অহংকার করে যে ভুল করেছি তার মাশুল ও এভাবে নিতে চেয়েছে।

__আমি রোহানকে আসতে বলেছি ওর সাথেই আপনার বিয়ে হবে,কারন আমি ও ভুল করেছি ভিডিও করাটা আমার চরম ভুল হয়েছে তাই বিয়ে করে আরো ভুল করতে চাই না।আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে।
ঐ তো রোহান চলে এসেছে।

রুহি দৌড়ে ওর কাছে গেল ওকে বললো
__শুধু শুধু তোমাকে অবিশ্বাস করেছি,আসলে সব করেছে ঐ শয়তানটা।
__না শোনো আমার বোনের সাথে যদি কেউ এমন করতো আমি কি করতাম তা আমি জানি না।তবে সবারই ভুল আছে।আমাদের দুজনেরও ভুল হয়েছে।

রুহি র বাবা রায়হান কে বললো
__আমি সেদিন যদি জানতাম তোমার বোন সন্তান সম্ভবা তবে ওদের বিয়ে টা করিয়ে দিতাম।কিন্তু আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি কারন তোমরা অনেক গরীব ছিলে তাই মেনে নেই নি।আজ আমি হাত জোড় করে বলছি আমাকে ক্ষমা করে দাও।
__হ্যাঁ স্যার ক্ষমা করে দিয়েছি।আপনার মেয়ের সাথে আমি যা করেছি আপনিও আমাকে ক্ষমা করে দিন।আর রুহি আপনিও
__জী না আমি অত সহজে ক্ষমা করবো না।আপনার বোন আরো কিছুদিন অপেক্ষা করতে পারতো কিন্তু সে ঐ পথ বেছে নিয়েছে এটা তারই ভুল।আমার বাবা যা করেছে আপনি আমাকে অন্য ভাবে শাস্তি দিতে পারতেন কিন্তু আপনি আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেন।আপনার বোঝা উচিত ছিল ও আমার ছোট বোনের মতো।আমি পুলিশকে ফোন দিয়েছি এখনই আসবে।
__অবশ্যই খবর দেন আমি আমার পাপের শাস্তি মাথা পেতে নেব।
রায়হান কে পুলিশ এসে ধরে নিয়ে গেল
রুহি আর রোহানের বিয়ে হয়ে গেল,এখন ওরা বাসর ঘরে।রোহান বললো
__ যদি আমাকে ভুল বোঝে বিয়ে টা করে ফেলতে ওকে তাহলে যে কি হতো।
__বাদ দাও ওসব কথা এ কদিন আমি লজ্জায় মরে যাওয়ার অবস্থা।
__ঠিক বলেছো সব একাই তুমি সহ্য করেছো।আর আমি খেয়ে ছি মার।
__ কোথায় কোথায় মেরেছে
__এসব দেখতে হবে না নিজে যে ঐদিন কতগুলো চড় দিলেন ঐটা।
__ওটা তো ভুল করে দিয়েছি
__এখন একটু আদর করে দাও
__যাহ্ দুষ্টু
রোহান রুহিকে জড়িয়ে ধরে বললো কিভাবে বিশ্বাস করলে আমি তোমার সাথে খারাপ কিছু করবো।আমি যে তোমাকে কত ভালবাসি তুমি তা জানো
__পরিস্থিতি যেটা ছিল।কিন্তু প্রমিজ করো এভাবেই ভালোবাসবে আর বুকে আগলে রাখবে সারাজীবন।
__অবশ্যই
মেরী জান হার লামহা তুমহে এসেহি পেয়ার কারুঙ্গা
__ইস আবার হিন্দি বলা হচ্ছে

রোহান রুহিকে কিস করতে যাবে রুহি বললো
এই দেখ কোথাও লুকানো ক্যামেরা নাই তো...............

সমাপ্ত