Bangla Choto Golpo Short Story (বাস্তবতা ছোটো গল্প) The Reality - Moral Stories

short story, moral stories, short love story, romantic short stories, bangla choto golpo, বাস্তবতা, bangla golpo, bangla story, bangla premer golpo, Bangla Choto Golpo, choto golpo
Bangla Choto Golpo ছোটো গল্প

----বাস্তবতা----ছোটো গল্প


পৃথিবীতে দু ধরনের মানুষের বসবাস। কেউ নিজের সাথে অভিনয় করে ভালো থাকার চেষ্টা করে আবার কেউ অন্য কারো সাথে অভিনয় করে ভালো রাখার চেষ্টা করে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে দুটো অভিনয় খুব দক্ষ ভাবে করতে হয়। আসল কথা বলতে আমরা কি সবাই অদৌ সুখী?

সুখ!

মাত্র দুইটা শব্দ দিয়ে লেখা এই সুখ। কিন্তু এই দুই টা শব্দের মর্মতা এতো কঠিন যে, মানুষ সত্যি কারের সুখ ভুলে অভিনয় বেছে নিয়েছে।

হয়তো,
মা সন্তান কে দিন শেষে মুচকি হেসে দিয়ে বলে,
বাবা আমি ভালো আছি। তুই চিন্তা করিস না।

বাবা দিন শেষে মেয়ের হাতে কিছু টাকা সবার অগোচরে লুকিয়ে দিয়ে বলে,
টাকা গুলো তোর ইচ্ছে মতো খরচ করিস।
এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা,,
আর অন্য টা হচ্ছে,,,,
আরো দক্ষতার সাথে করা হয়।।

স্বামী তার আদরের বউকে বাইরে যাওয়ার আগে আলতো করে কপালে চুমু দিয়ে বলে, অনেক মিস করবো।
কিন্তু হাসির বিষয় হচ্ছে,
তার প্রেমিকা কে ছোট একটা মেসেজ দিয়ে বলবে, আজ রাতটা শুধু তোমার আমার।

ঘরের বউ স্বামী বেচারার জন্য অপেক্ষা করতে করতে বয়ফ্রেন্ড কে ফোন করে বলবে,
অনেক বোর হচ্ছি একটু আসবে।

এভাবে আমরা অভিনয় করে ভালো থাকার চেষ্টা করছি ভালো রাখার চেষ্টা করছি।

কিন্তু দিন শেষে সবাই ক্লান্ত সবার অভিনয়ের কাছে।
হয়তো বা নিজের এই অনুতপ্তর কথা ভেবে কেউ নিজের জন্য এক ফোটা চোখের জল ফেলে কেউ বা অন্যর জন্য ফেলে।