প্রেম আর ভালোবাসা দুইটা শব্দ কি এক? Bangla Choto Golpo
Bangla Choto Golpo |
প্রেম আর ভালোবাসা দুইটা শব্দ কি এক?
অনেকের কাছে হয়তো এক আবার হয়তো এক না।
প্রেম হচ্ছে,-- তুমি অনলাইন এ থাকলে তোমার সাথে চ্যাট করা আর না থাকলে অন্যের সাথে চ্যাট করা মুভি দেখা ঘুরাঘুরি করা নিউজ ফিডে।
আর ভালোবাসা হচ্ছে -- তোমাকে অনলাইন এ না দেখলে বুকের বা পাশে চিনচিন করে ওঠা। তোমার টাইমলাইনে বার বার গিয়ে তোমাকে অনুভব করা। তোমাকে ছাড়া অনলাইন বড্ড বোর হওয়া। পুরনো মেসেজ গুলো বার বার দেখা।
প্রেম হচ্ছে -- তোমার কড়া সাজগোজ সুন্দর চেহারা দেখে তোমার উপরে পাগল হয়ে যাওয়া তোমাকে একান্ত করে কাছে পাওয়ার আকুতি করা।
ভালোবাসা হচ্ছে -- তোমার তৈলাক্ত চেহারা লেপ্টে যাওয়া চোখের কাজল আর এলোমেলো চুল দেখে মুচকি হেসে বলা পাগলি একটা।
প্রেম হচ্ছে -- আমি সময় পেলে তোমার কথা চিন্তা করবো। যদি ভালো লাগে একটা মেসেজ রেখে যাবো।
ভালোবাসা হচ্ছে -- তোমার চিন্তা আমাকে সময় বের করে দেবে। আমাকে বাধ্য করবে বলতে, "বড্ড বেশি মিস করছি তোমায় "।
প্রেম হচ্ছে -- তুমি আমার জন্য অপেক্ষা করছো কি করছো না তাতে বিন্দু মাত্র কেয়ার না করা। সকালে ঘুম থেকে উঠে ছোট্ট একটা সরি বলা।
ভালোবাসা হচ্ছে -- তোমার চিন্তা আমাকে ঘুমাতে না দেওয়া। ঘুমাতে যাওয়ার আগে নিশ্চিত হয়ে যাওয়া ফোনের অপর পাশের মানুষ টা ঘুমাচ্ছে তো?
প্রেম হচ্ছে -- তুমি আমাকে যতোটুকু ভালোবাসবে ততোটুকু আমি বাসবো।
ভালোবাসা হচ্ছে -- তোমাকে আমি কতোটুকু ভালোবাসি নিজেই জানি না।
প্রেম হচ্ছে --- তোমার চোখ দুটো সুন্দর, ঠোট সুন্দর, হাসি সুন্দর, অনেক আধুনিকা তুমি।
ভালোবাসা হচ্ছে -- তোমাকে আমি কেন কি জন্য কি কারণে ভালোবাসি নিজে জানি না বুঝতে পারি না।
(অবশেষে বলবো আরো অনেক কারণ আছে প্রেম আর ভালোবাসার মাঝে। এর মধ্যে আপনি কোন টা নিজেই বের করে নিন।