ভাবনা জুবাইদা আক্তার - Vabna Jubaida Akther |
ভাবনা
জুবাইদা আক্তার
গৌধুলির শেষ লগ্নে
দেখা মিলেছে তার।
জানি না হবে কিনা
দেখা আবার?
হয়তো হবে না
আবার হতেও পারে!
ঠিক বলত পারব না।
বলতে পারা না পারা টা
অবশ্য আমারও নিজস্ব না।
এখন রাত আট টা
দাড়িয়ে আছি একা
সুদূর সেই আকাশের পানে চেয়ে।
সময় টা শীতকাল।
তাই চারিপাশে যেনো
কুয়াশার চাদরে জড়ানো।
আকাশেও খুব একটা
নক্ষত্র কিংবা চাঁদ
যাচ্ছে না দেখা।
সবই যেনো ঝাপসা
যেহেতু শীতকাল
তাই চারিপাশে কুয়াশা।
দাড়িয়ে আছি
খোলা আকাশের পানে চেয়ে
নির্জন-নিঃস্তব্ধ অঞ্চলে।
জনমানব নেই
নেই কোনো কোলাহল
শুধু অন্ধকারে শোনা যাচ্ছে
ঝোপের আড়ালে
ঝিঝি পোকার আওয়াজ।
আমি ভাবছি তাকিয়ে আকাশে,
মিলবে কি তার দেখা আবার
কোনো এক সন্ধে বেলায়,
রাতের আকাশে চাঁদ?
কিংবা
কোনো এক রাতে
জ্যোৎস্নার আলো?
কি জানি,হয়তো....
হয়তো হতেও পারে
সবই সে যানে
যে দিয়েছে জীবন।
হয়ত আজই সমাপ্তি ঘটবে
বিচ্ছেদ ঘটবে সব-সম্পর্কের।
হয়তো দেখা মিলবে না
আজকের পর থেকে
কোনো কুয়াশা ঢাকা রাতের সন্ধে।
হয়ত দেখা মিলবে না
গৌধুলির শেষ লগ্নে
সূয্যি ডুবার সেই দৃশ্যের।
হয়তো আজই শেষ সময়
আমার জীবনের।