শূন্যতা জুবাইদা আক্তার - Shunnota Jubaida Akther

শূন্যতা
জুবাইদা আক্তার


আজ অনেক দিন হলো
কথা হয় না
অনেক দিন হলো
দেখা হয় না।
তুমি ব্যস্ত তোমার কর্মে
আমি অশ্রু ঝড়াই তোমায় ভেবে।
তুমি ভুলেই গেছো আজ
তোমার মন থেকে।
আমি আজও
আছি তোমার পথ চেয়ে।
ব্যস্ত মানুষ তুমি
তোমার ভবিষ্যত গড়তে।
আমি নিজেকে ঠকাই
আমার ভবিষ্যতের পথে
তোমায় ভেবে ভেবে।
তোমার যত হেয়ালিপনা
সবই আমার জন্যে।
আমার যত খেয়াল
তোমায় আজও খুজে।
তুমি দেখাও শুধু
অজুহাত কথা বলতে গেলে
যদি চাই কথা বলতে।
আমার দুচোখ ভেজে
তুমি বিহনে।
বেলা-অবেলায়,দিবানিশি
মন কেঁদে কেঁদে উঠে।
তুমি বুঝলে না
এ মনের কথা
তুমি বুঝলে না
এ মনের ব্যথ্যা।
তুমি আজও আমায় চাইলে না
ডাকলে না মন খারাপের
কোনো এক বেলায়।
শূন্যতা তোমায় ঘিরে
পূর্ণতা আসবে না জীবনে
তোমাকে না পেলে।