লিখেছেনঃ জুবাইদা আক্তার
সে খেলো কিনা।সে কি করছে এখন? সে ত অসুস্থ্য,ওষুধ খাচ্ছে ত ঠিক মতো?
অনেক প্রশ্ন জাগে মনে।
Also Read: Bangla Romantic Kobita
একদিন কথা না হলে কেমন যেনো একটা অনুভূতি কাজ করে।খুব একা লাগে নিজেকে।কোথাও যেনো একটা শূণ্যতা'র অভাব পরে।দিনের প্রতিটা মুহূর্ত তাকে মনে পড়ে যায়।ঠিক যেই সময় টা প্রতিদিন কথা হতো সেই সময় টা কথা না হলে নিজের অজান্তেই চোঁখ বেয়ে অশ্রু ঝড়ে। যখন পৃথিবীর বুকে আধার নামে তখন আরও নিঃসঙ্গ মনে হয়।বালিশ ভেজানো চোখ দুটো ঘুমহীন থাকে।
কিন্তু অপর প্রান্তের মানুষ টা কিছুই যানে না।কেউ একজন সত্যি ভালোবাসছে আর কেউ একজন প্রতিনিয়ত অভিনয় করেই যাচ্ছে।
Also Read: Valobasar Golpo
কিন্তু অভিনয় করে যাওয়া মানুষটা ঠিকই বুঝতে পারছে সেই মানুষটা তাকে কত টা ভালোবাসে,তবুও সে অবহেলাই করছে।
একটা মানুষ তাকে নিয়ে স্বপ্নের জাল বুনছে।আর সেই মানুষ টা তাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে।
অভিনয় করা মানুষ টা হয়ত সত্যিকারের ভালোবাসার মানুষটাকে ঠকাচ্ছে।কিন্তু সে জানে না সে নিজেই হেরে যাচ্ছে একটা প্রকৃত ভালোবাসার কাছে।