পেঁয়াজ নিয়ে অসাধারণ একটা কবিতা - Peyaj Niye Kobita


পেঁয়াজ নিয়ে অসাধারণ একটা কবিতাঃ

আশা করি সবার ভালো লাগবে।


এবার গেলে কারো বাড়ি
পেঁয়াজ নিয়েই যাবো
মিষ্টির বদলে পেঁয়াজ দিলে
বেশি আদর পাবো
পেলে পেঁয়াজ এই সময়ে
ফুটবে মুখে হাসি
রাখতে পারবে অনেকদিন
হবে নাকো বাসি
অনেক মানুষ খায়না মিষ্টি
হলে বয়স বেশি

পেঁয়াজ পেলে হয়তো তারা
হতেও পারে খুশি
বারবে যতো দাম পেঁয়াজের
নিয়ে গেলে তুমি
ওদের কাছে দেখবে তখন
হয়ে যাবে দামি

আমার কথা শুনে তুমিও
এখন কোথাও গেলে
এক দুই কেজি নিয়ে যেও
ভালো পেঁয়াজ পেলে
খাতির যত্নের হবে না ভুল
 পেঁয়াজ ভালো  হলে

যতই সমস্যা থাক না আগের
ওরা সবই যাবে ভুলে।

আমাদের কবিতা গুলো যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।