ইচ্ছে জুবাইদা আক্তার - Icche Jubaida Akther

ইচ্ছে জুবাইদা আক্তার - Icche Jubaida Akther

ইচ্ছে
জুবাইদা আক্তার।


মাঝে মাঝে বেঁচে থাকতে
বড়ই সাধ জাগে মনে।
কখনও দূর আকাশের
নক্ষত্রদের মতো করে
দল বেধে বেধে,
সুখি-দুঃখি এ্রক হয়ে।

কখনও কখনও ইচ্ছে করে
উড়ে বেড়াই আকাশ জুড়ে
গাংচিল হয়ে
কিংবা
পাখির ডানায় ভর করে।

আবার কখনো মনে হয়
যদি পাখিই হতাম!
তবে উড়ে বেড়াতাম
পৃথিবীর পথ ধরে
দূর-বহুদুরে।

বাঁচতে বড়ই ইচ্ছে করে
কবির কবিতার পঙ্কউক্তি হয়ে।
ঐপন্যাসিকের উপন্যাস হয়ে
গল্পের নায়িকা হয়ে
বেঁচে থাকি সাহিত্য অঙ্গনে
চির স্মরণিও হয়ে।

আরো পড়ুন ↴