তুমি কি পারো না!
জুবাইদা আক্তার।


তুমি কি পারো না আসতে!
আমার অন্ধ চোখের আলো হয়ে?
তুমি একবার আসো জীবনে
রেখে দিবো তোমায় যতনে
আমার হৃদয়ের গহীনে।

তুমি একবার ধরো
আমার হাত দু'টো
শক্ত করে।
ছাড়ব না কখনও আমি
তোমার হাত বেঁচে থাকতে।
তুমি একবার আসো,
একবার আসো জীবনে
আমি বাসবো ভালো 
আমার থেকেও তোমাকে।

একবার রাখো চোখ
আমার অন্ধ চোখে!
তোমার মায়া হবে
একটু হলেও আমায় দেখে।
তুমি আসলে জীবনে
মুছে যাবে কালো
আলো পাবে অন্ধ চোখে।
তুমি এলে জীবনে
আমার একাকীত্ব ঘুচে যাবে।

তুমি একবার আসো
একবার আসো জীবনে! 
কখনও আঘাত করবো না
তোমার মনে।
একবার আসো জীবনে
রাঙ্গিয়ে দিবো তোমাকে
আমার ভালোবাসার রঙ্গে।

একবার আসো জীবনে
অগোছালো জীবনটা তোমার
সাজিয়ে দিবো ভালোবেসে।
তুমি কি পারো না!
পারো না আসতে জীবনে?
আমার ডায়েরী-কলম হয়ে,
বিশ্বাস করো সারাজীন ধরে
লিখব গল্প তোমায় নিয়ে
একবার আসো তুমি,
একবার আসো জীবনে।