নিখোজ! জুবাইদা আক্তার - Nikhoj Jubaida Akther | Status Zone BD

নিখোজ! জুবাইদা আক্তার - Nikhoj Jubaida Akther

নিখোজ!
জুবাইদা আক্তার।


একদিন ঠিকই নিখোজ হবো
তারাদের মাঝে মিশে রবো।
দূর সেই দেশে চলে যাবো
পারলে আমায় খুজে নিও
তারাদের মাঝে দূর আকাশে।
দেখতে পাবে ঠিকই
কিন্তু ছুতে পারবে না!
কথা বলত পারবে ঠিকই
কিন্তু জবাব মিলবে না।
যদি বুঝতে পারো
তবে বুঝে নিও।
আমায় পারলে সেদিনো বলিও
ভালোবাসি,ভালোবাসি।
আমি মিটিমিটি জ্বলে
তোমায় জানিয়ে দিবো
শুধু তুমি বুঝে নিও
ভালোবাসি তোমায় আমিও।
সেদিনো বলে দিবো
ভালোবাসি
যেদিন নিখোজ হবো।
ভালোই হবে তোমার
বিরক্ত করব না আর
কারনে-অকারনে তোমায়।
তোমায় রাগাবো না
ঝগড়াও করব না।
খুবই শান্তি হবে
নিখোজ হবো আমি যেদিন।
যদিও কখনও
ভুল করে মনে পড়ে
আমার কথা কোনো দিন!
তবে রাতের আকাশ দেখিও
তারাদের মাঝে আমায় খুজিও।
 মন থেকে একবার স্বরণ করিও
তোমার সামনে জোনাকি হয়ে
মিটিমিটি আলো হবো।
ধন্য হবো তবুও
তুমিও খুজেছো আমায়,
 কোনো একদিন
নিখোজ হওয়ার পরেও।

উৎসর্গ : প্রিয়জন।