নেবে কি? - জুবাইদা আক্তার। Nebe Ki - Bangla Kobita

নেবে কি? - জুবাইদা আক্তার। Nebe Ki - Bangla Kobita
নেবে কি? - জুবাইদা আক্তার। Nebe Ki - Bangla Kobita

নেবে কি?
জুবাইদা আক্তার।


বড় ইচ্ছে করে যেতে
তোমার মন পাড়ায় হারিয়ে
তুমি নেবে কি আমায়,
তোমার কাছে টেনে?
নেবে কি
নেবে কি
বলো নেবে কি
ভালোবেসে.....?
তোমার ছোট্ট সেই নীড়ে
আমি চাই যেতে।
থাকতে চাই মিশে
সেই তোমাতে,
ভালোবেসে।
তুমি নেবে কি আমায়,
তোমার মনের গহীনে?
নেবে কি
নেবে কি
বলো নেবে কি
ভালোবেসে?
আমি থাকতে চাই ডুবে
তোমার ভালোবাসার স্পর্শে।
তুমি নেবে কি আমায়
তোমার মনে!

জুবাইদা আক্তার এর আরো কবিতা পড়ুন >>>↧↧