ক্ষমা - জুবাইদা আক্তার | Khoma - Jubaida Akther | Bangla Kobita
ক্ষমা!
জুবাইদা আক্তার
জুবাইদা আক্তার
একদিন মনে হয়
চলে যাবো
চলে যাবো সেই সুদূরে
একলা আমি অচেনা দেশে।
ক্ষমা করে দিও
যদি ভুল করি কিছু।
আজ চাচ্ছি ক্ষমা তোমার কাছে
অনুরোধ! ক্ষমা করে দিও মোরে।
যদি আর সময় না পাই
ক্ষমা চাওয়ার তোমার কাছে।
চলে যাবো
চলে যাবো সেই সুদূরে
একলা আমি অচেনা দেশে।
ক্ষমা করে দিও
যদি ভুল করি কিছু।
আজ চাচ্ছি ক্ষমা তোমার কাছে
অনুরোধ! ক্ষমা করে দিও মোরে।
যদি আর সময় না পাই
ক্ষমা চাওয়ার তোমার কাছে।
তাই বলছি,
ক্ষমা করে দাও মোরে।
ক্ষমা করে দাও মোরে।
যদি হারিয়ে যাই
অচেনা কোনো পথে
যদি না পারি আর ফিরতে
তোমার কাছে?
অচেনা কোনো পথে
যদি না পারি আর ফিরতে
তোমার কাছে?
তাই বলছি,ক্ষমা করো
ক্ষমা করে দিও মোরে।
ক্ষমা করে দিও মোরে।
যদি কোনো পাখি ডাকা ভোরে
আর না পাই শুনতে
পাখির কলরব?
যদি না পাই আর দেখতে
সূয্যি ওঠার সেই প্রভাত?
তাই বলছি আজ
ক্ষমা করো,
ক্ষমা করো মোরে।
যদি নিতে না পারি বিশ্রাম
কোনো এক ক্লান্ত দুপুরে।
যদি আর না পারি
কোনো গৌধুলি লগ্নে
জীবন সায়াহ্নে জিবনের অর্থ খুজতে?
তাই বলছি আজ তোমাকে,
ক্ষমা করো
ক্ষমা করে দাও মোরে।
যে রাত গুলে ঘুমহীন কেটে যেতো,
যদি সে রাত গুলো না পাই আর খুছে?
যদি আর ঘুম না ভাঙ্গে
খুব ঘুমে হই আচ্ছন্ন?
তাই বলছি ক্ষমা করো
ক্ষমা করে দিও মোরে।
অনেক পথ হেটেছি
অনেক দুর এসেছি
হয়ত মৃত্যুর কাছাকাছি।
তাই বলছি ক্ষমা করো,
ক্ষমা করে দিও মোরে।