ছেলে বেলা - জুবাইদা আক্তার | Chele Bela - Jubaida Akther
ছেলে বেলা - জুবাইদা আক্তার | Chele Bela - Jubaida Akthe


ছেলে বেলা

জুবাইদা আক্তার


মনে পড়ে যায়
সেই ছেলেবেলা।
অগোছালো স্বপ্ন ছিল
ছিল অগাধ স্বাধীনতা।
চাওয়া সব ছোট ছোট
পাওয়াও হতো সেগুলো।
মায়ের স্নেহ মাখা পরশ
বাবার আদেরর শাষণ
যদিও কৈশর বা প্রাপ্ত বয়সে পাই
তবুও ছেলে বেলার মতো নয়।
সবই যেনো আজ স্মৃতি
সুন্দর এক গল্পের বই।
ছেলেবেলা সেই ছেলেবেলা
যখন মুখে বুলিও ফুটতো না
কত আদর-যত্নে
করেছে বড় বাবা-মা।
যখন একটু বড় হলাম
মা কোলে তুলে খাওয়াতো
মুখে ছড়া কাটত
"খোকন খোকন ডাক পাড়ি
খোকন মোদের কার বাড়ি?
আয় রে খোকন ঘরে আয়
দুধ মাখা ভাত কাকে খায়।"
যখন আরেকটু বড় হলাম,
ইসকুলে যেতে লাগলাম
মা খুব পড়িপাটি করে
পাঠিয়ে দিত ইসকুলে।
বাবার হাত ধরে ধরে
কত হাট-বাজার
কত মেলা দেখেছি
সেই শৈশবে।
সবই আজ স্মৃতি।
বাবার কাধে চেপে
দেখেছি ফসলের মাঠ
হয়েছি পাখি দুটি হাত মেলে।
যখন গ্রীষ্মের কড়া রোদে
খেলতাম দুপুরে ধুলো মেখে
মা বলত ডেকে
অনেক হয়েছে ভাব ধুলোর সাথে
এখন আয় ঘরে ফিরে।
যখন খেলা করে ক্লান্ত হতাম
মায়ের আচলে মুছে নিত ঘাম।
বাবার কাছে ছিল
ছোট ছোট কিছু আবদার।
প্রথমে না করলেও
শেষে এনে দিত ঠিকই।
গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ি
বাদল দিনে কাদা মাখা-মাখি
শীতের দিনে যেনো একটি পুতুল।
সবই আজ সৃত্মি
মনে পড়ে যায় আজও সবি।