বাজি জুবাইদা আক্তার | Baazi Jubaida Akther


বাজি
জুবাইদা আক্তার।


কত পথ পেরিয়ে
পেয়েছি খুজে তোকে
তুই দেয় না উকি
আমার মন পাড়ায়।
কত ভালোবাসা
আছে জমা
তোর নামে
আমার মন পাড়ায়।
আমি চেয়েছি তোকে
মোনাজাতে অশ্রু চোখে
খোদার দরবারে
জীবন সাথি করে।
আমি ধরেছি বাজি
তুই হবি আমারি
আমি চাই যে
শুধুই তোকে আপন করে।
তুই বল না রে
প্রিয় ভালোবাসি তোকে।
তুই হো না রে আমার
হো না মালিক মনের।
প্রিয় তোর জন্য
আমি ধরেছি বাজি
তুই হবি আমারি।
তোকে পেলে
হবো ধন্য
স্বার্থক হবে জন্ম।
তোকে পেলে
আধার পাবে আলো
শূন্য জীবন হবে পূর্ন।
প্রিয় তুই বলনা আমায়
ভালোবাসি ভালোবাসি।
প্রিয় তোর মধুর কন্ঠে
বড় ইচ্ছে করে শুনতে
ভালোবাসি প্রিয়া
ভালোবাসি জেসি।
প্রিয় তোর জন্য
আমি ধরেছি বাজি
তুই হবি আমারি।
তোকেই চায় মন
কাছে পেতে চায়
সারাক্ষন।
প্রিয় রনি
তোর জন্য আমি
ধরেছি বাজি।
তোকে না পেলে 
করব জীবনের ক্ষয়।

উৎসর্গ : মনের মানুষ (রনি) ।