আমি যে তোমার - Ami Je Tomar | Romantic Kobita, Bangla Romantic Chondo

আমি যে তোমার - Ami Je Tomar | Romantic Kobita
আমি যে তোমার - Ami Je Tomar | Romantic Kobita

আমি যে তোমার


অনেক দিনেও হইনি পাওয়া
ছুয়ে দেখার সুখ,
আজও মনে দাগ কেটে যায়
তোমার গভির বুক।

সপ্ন আমায় হাতছানি দেয়
আজও ঘুমের ঘরে,
তোমার বুকে নিচ্ছ টেনে
আমায় আদর করে।

সপ্ন ভেঙ্গে গেলেই আমার
আৎকে উঠে মন,
কোথায় ফেলে এলাম তোমায়
দিয়ে বিসর্জন।

কোথায় গেলে একলা চলে
আমায় একা করে,
ছুয়ে দেখার ইচ্ছে আমার
ঘুমরে ঘুমরে মরে।

ছল করে কি দিলে ফাকি
জগত এ সংসারে,
ছুয়ে দেখার সপ্ন মিছে
রইলো এ অন্তরে।

তবু ডাকি দাও সারা দাও
জাগ একটি বার,
আমায় তুমি ছুয়ে দেখ
আমি যে তোমার।