Welcome to Bangla Romantic Status for Facebook & WhatsApp In this post you will get romantic facebook status bangla, valobasar status, bangla love status, romantic love status for gf, bangla romantic status, bengali love status, bangla heart touching sad sms, love bangla sms, love sms bangla language. I hope you are like our post

romantic facebook status bangla, valobasar status, bangla love status, romantic love status for gf, bangla romantic status, bengali love status, bangla heart touching sad sms, love bangla sms, love sms bangla language
Romantic Status For Facebook


কেউ যদি Tomake ভালোবাসে, তাহলে সে তোমার রোদে পোড়া কালো চেহারা, কোকড়ানো চুল, মোটা দেহ, বাকা দাত এমনকি সে Tomar ঘামে ভেজা জামার গন্ধটাকেও ভালোবাসবে। সে তোমার হুটহাট রেগে যাওয়া এমনকি সে Tomar বদঅভ্যাসটাকেও ভালোবাসবে।
.

যে Tomake ভালোবাসবে সে শুধু তোমাকেই ভালো বাসবে। তার জন্য Tomake দামি ব্রান্ডের জামা জুতা, চুলে স্ট্রেইট করে কাকের গায়ে ময়ূর পাখা লাগাতে হবে না। Tumi যেমন সে তেমনটাই ভালোবাসে।
কেউ যদি কারো চুলের Preme পড়ে বোরকার আসা করে তাহলে তো হবে না। তাকে কোন কোরকা ওয়ালীর প্রেমেই পড়তে হবে। কেউ Jodi কারো সরলতার প্রেমে পড়ে ধন সম্পদের আসা করে তাহলে তো Somvob না। তার বরং Ekjon ধনীর প্রেমেই পড়তে হবে।
.

যোগ বিয়োগ করে Kokhonoi ভালোবাসা হয় না। কেউ যদি Tomake চায় তবে তোমার যা কিছু আছে তা নিয়েই এবং Tumi যেমন ঠিক তেমনটাই চাইবে।
.
কারো ভালোবাসা পাওয়ার জন্য যদি তোমার নিজেকে পরিবর্তন করতে হয় তবে সেই ভালোবাসা তোমার নয়। কারন তার চাওয়া অনুযায়ী নিজেকে পরিবর্তন করে ফেলার পর, তোমার ভেতরে আর তুমি থাকবে না। তোমার ভেতরে অন্য আরেকটা সত্বা বাস করবে।
.
কেউ যদি তোমাকে মন থেকে চায় তাহলে তোমার যা আছে তাকেই সে ভালবাসবে। তুমি যদি কাউকে চাও তাহলে তার যা আছে ঠিক তাকেই তুমি ভালোবেসো। দেখবে তাহলে সম্পর্কের মাঝে ঝামেলা সৃষ্টি হবে না।

মনের সাথে দেহের সম্পর্কটা অনেক কঠিন কারণ মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে সব কিছুই বিরক্ত লাগে।
এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা হতে পারে Jodi বাসাটা পিঁপড়ার হয়,তেমনি এক চিমটি ভালোবাসা দিয়ে ও Sukh পাওয়া যায় যদি সেই ভালোবাসা খাঁটি হয়...

একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে Valobase না..বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে..!!


তোমাকে Ami আমার অভ্যাস Vebechilam,
বদলাতে Giye জানলাম Tumi তো Amar নেশা হয়ে আছো।
এ Nesha কিভাবে কাটাতে হয় Amar জানা নেই।

তোমাকে ধরে রাখার
ক্ষমতা Amar নেই,
-
কিন্তু Tomake ভালোবাসার
ক্ষমতা আমার আছে..!

চায়নি হতে Tomar জীবনে কাটা তারের বেড়া। জোর না করে প্রজাপতির মতন আলতো করে ধরে Rakhte চেয়েছিলাম । আজ দেখছি Ami তোমার পথে বাধা হয়ে গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম♥♥

যেই বাড়িতে Ac আর Wi-Fi আছে
সেই বাড়িতে বিয়ে করতে
আমার কোনো আপত্তি নাই😋😋

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
Tumi আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
Tumi বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা..

আমার Raat জাগা তারা --
তোমার আকাস ছোয়া বাড়ি--
আমি পাই না ছুতে Tomay ...
Amar একলা লাগে ভারী।


বেলা গেল সন্ধ্যা হলো আসছে এখন Raat,
আসবে কখন Moner মানুষ বাসি হলো ভাত।
আসলে গৃহে বলবো তারে এ মনেরই কথা,
Ekla গৃহে Mon বসে না দিয়ো নাকো ব্যথা !

জীবনে Beshi মানুষ দরকার নাই...
চুপ Kore থাকা সত্বেও "ভিতরের Sob অনুভূতি" বুঝে নিবে এমন Ekjon মানুষের দরকার... স্রেফ একজন...

Prem হলো বেসরকারি চাকরির মতো
দায়িত্ব পালনে Ektu অবহেলা হলেই,
আপনার জায়গায় Notun কাউকে বসিয়ে দিবে

কলিজা বলা মানুষ গুলো ‌শেষ‌ পর্যন্ত
কলিজায় আঘাত করে গল্পটা সমাপ্তি করে

এতদিন ধরে কলেজ এ পড়ছি
আজ পর্যন্ত Karo সাথে ধাক্কা লেগে বইগুলো নিচে Porlo না

গোলাপের নামে,
আদরের টানে,
এই মন ছুঁয়ে থাকে,ইচ্ছে আঁকে
ওই সুখি তারায়

তোমার Kache চাইনা কিছু,
দিলে ভালোবাসা,
Jonmo আমার ধন্য হবে,
মিটবে মনের আশা...

আমার Icche গুলো তোমায় দিতে চাই
Amar খুশি গুলো যত্নো করে তুলে
নিও Amar চোখের ভাষা গুলো
তোমার সময় হলে একটু
পড়ে নিও!

জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর, আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা, সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে, তোমাকে পাওয়ার আশায়।

ছোট একটা ভুলের Jonno যে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো পাশে Thakar যোগ্যই ছিলো না।

বৃষ্টি পড়ে টাপুরটুপুর
বউ পেটাবো সকাল দুপুর
না শোনলে কথা
ভেংগে দেব থোতা

যদি কেউ ডুবে থাকে আবেশে,
কখনো আলো বা আঁধারের অনিমেষে।
শব্দহীন সে মায়াময় গহীন যাত্রা,
হয়তো কেউ জানে না সে মাত্রা।
ফিরি তবো বুকে; হয়ে বৃষ্টির ফোটা,
মিষ্টি-মিষ্টি পূবের রংধনুর ছটা।
ধুয়ে যাক অপলক চোখের কাজল,
সহসাই পাবে খুজে ভালবাসার আঁচল।

প্রইভেট_Teacher বার বার মেয়েটির হাত ধরছিল।
মেয়েটি বললো স্যার আপনি Amar হাত কেন ধরছেন।
টিচার :আমি Tomar হাত ৫ বার ধরেছি। তুমিও পাচ বার amar হাত ধরেছো।
তার মানে, (৫+৫)=১০
এটা হলো যোগ।
পাচ বার Amar হাত ছারিয়ে নিয়েছো।
অর্থ্যাত: (১০-৫)=৫
এটা হলো বিয়োগ।
৫বার Tumi রাগ করেছো।
৫*৫=২৫ ।
এটা হচ্ছে গুন।
দরজার পাশে মেয়েটির বাবা সব শুনে টিচারের পাছায় Ekta লাথি মেরে ফেলে দিয়ে বললো।

এটাকে ÷ (ভাগ) বলে।