মেয়ে পটানোর রোমান্টিক এস এম এস - স্ট্যাটাস । Meye Potanor Romantic SMS - Proposal SMS Bengali - Bangla
Are You Searching ফেসবুকে মেয়ে পটানোর sms,meye potanor tips in bengali language,মেয়ে পটানোর রোমান্টিক কথা,meye potanor romantic sms bangla,মেয়ে পটানো রোমান্টিক কবিতা,meye potanor therapyমেয়ে পটানোর প্রশ্ন,মেয়ে পটানোর জন্য রোমান্টিক কথা,ফেসবুকে মেয়ে পটানোর মেসেজ,ফেসবুকে মেয়ে পটানো স্ট্যাটাস,মেয়ে পটানোর রোমান্টিক sms, phone meye potanor tips,meye potanor tips sms,মেয়ে পটানোর থেরাপি বাংলা, meye potanor tips in bengali language,gf potanor tips,meye potanor romantic sms,meye potanor romantic sms bangla,meye potanor jadu montro,meyeder impress korar upay, We always try to give you the fresh SMS - story. So we hope you will enjoy it after reading this love Romantic SMS bengali. So let’s see what is waiting for you.Proposal SMS No:1
তোমার পথ চলার সঙ্গী Hote চাই।
তোমার পায়ে পা মিলিয়ে
তোমার আঙ্গুলটি ধরে
Kichu পথ চলতে চাই।
অনেক ঘুরে বেড়িয়েছি Ektu ভালোবাসার খোঁজে।
তোমার চোখে J ভালোবাসা খুঁজে পেয়েছি।
সেটাকে স্বযতনে বুকে জড়িয়ে নিতে চাই।
তোমার Majhe হারিয়ে গিয়ে।
তোমার মাঝেই নতুন এক Amar জন্ম দিতে চাই।
যে আমি জুড়ে শুধু তুমিই থাকবে।
যার প্রতিটি নিঃশ্বাসে শুধু Tomar নামটিই উচ্চারন হবে।
আর থাকবে তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা।
-
I-LOVE-U
প্লিজ হাতটা ধরো না!
-
Proposal SMS No:2
ভালোবাসা কাকে Bole বুঝতাম না।
তুমি বুঝিয়ে দিয়েছো।
ভালোবাসা কতোটা গভীর হতে পারে Jantam না।
তুমি অনুভব করিয়ে দিয়েছো।
লোকে বলে, কারো প্রেমে পড়তে,
কোন কারন লাগেনা।
এটা Amar কাছে ছিলো অবিশ্বাস্য আর অস্পষ্ট।
কিন্তু তোমাকে দেখার পর থেকে বিশ্বাস এসে গেছে।
কারো Preme পড়ার জন্য এক পলকের দেখাই যথেষ্ট।
-
I-LOVE-U
ভালোবেসে ফেলেছি তোমাকে।
সেই প্রথম দেখাতেই।
-
Proposal SMS No:3
ভালোবাসা কাকে বলে সেটির সঠিক সংজ্ঞা Amar জানা নেই।
শুধু এটা জানি।
তোমাকে একটি Polok দেখার জন্য
আমার বুকের ভিতরটা হাহাকার করে।
তোমাকে দেখলেই।
তোমার সাথে কথা বললেই।
মুহূর্তের মাঝেই কেন জানি হার্টবিট টা Bere যায়।
সারাটি ক্ষন মাথায় শুধু Tomar ভাবনায় ঘোর পাক খায়।
আর সবচেয়ে বড় ব্যাপার এটা যে,
Tomar কথা ভাবতে খুব ভালো লাগে।
তোমার কথা ভাবলেই মনের মাঝে অসম্ভব রকম এক Valo লাগা কাজ করে।
আমি জানিনা এগুলো কেন হয়?
আর এগুলোকেই Valobasa বলে কিনা?
যদি এগুলোই ভালোবাসা হয়ে থাকে।
তাহলে বলতে চাই, হ্যা আমি Tomake ভালোবাসি।
আমার নিজের থেকেও বেশি ভালোবাসি।
-
I-LOVE-U
আমি জানিনা এই কথাটি তোমার Hridoy স্পর্শ করবে কিনা?
কিন্তু এটা জেনে রাখো এই কথাটি আমার হৃদয় স্পর্শ করেই বের হয়েছে।