Eki Pothe Cholna re (একই পথে চলনারে ) - Lyrics | Imran Mahmudul and Sheniz
Eki Pothe Cholna re (একই পথে চলনারে ) Lyrics From Bahudore Bengali Album. This Song Is Sung By Imran And Sheniz. Ekoi Pothe Cholna Re Song Lyrics In Bangla written by Faisal Rabbikin. Starring: Afjal Sujon And Ontora.
Eki Pothe Cholna re (একই পথে চলনারে ) - Lyrics | Imran and Sheniz |
Singers - Imran & Sheniz
Album - Bahudore
Lyrics - Faisal Rabbikin
Music Composer - Imran Mahmudul
Directed by - Eagle Team
DOP - Rajon Hossain Romm
Label - Eagle Music
Album - Bahudore
Lyrics - Faisal Rabbikin
Music Composer - Imran Mahmudul
Directed by - Eagle Team
DOP - Rajon Hossain Romm
Label - Eagle Music
Eki Pothe Cholna re (একই পথে চলনারে ) - Lyrics
এ মন,মানে না কোনো বারণ,
ভাবি শুধু অকারণ,
তোরই কথা।
বোঝেনা, কোনো কিছু বোঝেনা,
খোঁজে তোরই ঠিকানা,
পেতেই দেখা।
প্রেমে এতো জ্বালাতন,
তবু মন ভরে না।
জমা এতো আলাপন,
যেন শেষ হবে না।
চলে আয় না,
বাঁচা যায় না,
করিস না বাহানা।
আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।
মন যে কখন কোন ইশারায়
তোরই কাছে হারালো।
প্রেম যে এমন
বুঝিনি আগে,
সিমানা সে তো ছাড়ালো।
প্রেমে এতো জ্বালাতন,
তবু মন ভরে না।
জমা এতো আলাপন,
যেন শেষ হবে না।
চলে আয় না,
বাঁচা যায় না,
করিস না বাহানা।
আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।
তুই আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।
ভালোবাসি কেনো এতো
কি সেই যাদু জানি না।
একই আকাশ, একই পৃথিবী
দূরে থাকা ভালো লাগে না।
প্রেমে এতো জ্বালাতন,
তবু মন ভরে না।
জমা এতো আলাপন,
তবু শেষ হবে না।
চলে আয় না,
বাঁচা যায় না,
করিস না বাহানা।
আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।
তুই আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।