ভুলিনি
জুবাইদা আক্তার।
ভাবছো কি,
ভুলে গেছি তোমায়?
নাগো ভুলিনি
ভুলবো না কোনোদিন।
সাধে কি আর ভালোবেসেছি
ভুলেই যাবো যদি?
জানো না তুমি,
"কবি নজরুলের" কথা খানি,
কভু কি শুনোনি তুমি?
"যে তোমারে চাহিয়াছে
ভুলে একদিন-সে জানে
তোমারে ভুলা কত কঠিন।"
জানি গো রনি
ভুলতে পারবো না
তোমায় কোনোদিন।
তোমার থেকেই তো শিখেছি
ভালোবাসা কি?
তুমি তো বলেছিলে
আমায় পৃথিবীর আলো দেখাবে
হাত ধরে পৃথিবীর পথ চলাবে।
আমি দৃষ্টিপ্রতিবন্ধি
জেনেও তুমি আমায় ভালোবেসেছো।
আমায় কিছুটা ভালোবাসা দিয়েছো।
এত কিছুর পরেও
কেমনে তোমায় ভুলি?
তুমি বলেছিলে আমায়
আমি থাকলে রাজী
করবে আমায় জীবন সাথি।
তাহলে বলো কি করে তোমায় ভুলি?
তুমি ছিলে আমার লেখা
কবিতার প্রথম প্রেমিক।
তোমাকে ঘিরেই ছিল
কবিতার মূল শব্দগুচ্ছ।
আজও তাই আছো।
আজও তোমাকে নিয়েই
চলে আমার কবিতার লাইন
তোমার নামেই হয় কবিতা আমার।
তবুও কি মনে হয়
ভুলে গেছি তোমায়?
ভুলবো না গো তোমায়
আমার জীবনকাল অবধি।